খেলাপি ঋণের পরিমাণ ১০ বছরে ৩ গুণ বেড়েছে: সিপিডি
- আপডেট সময় : ০৯:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে
খেলাপি ঋণের পরিমাণ ১০ বছরে ৩ গুণ বেড়েছে, এমন তথ্যই উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থ-সিপিডি’র গবেষণা প্রতিবেদনে। ২০১২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২ হাজার সাতশ ২৫ কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায়।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রতিবেদনটি তুলে ধরে বলেছেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বেশ অভাব রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কি হবে শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। যেখানে তিনি ব্যাংকিং খাতের নানা অনিয়ম তুলে ধরেন। জানান, এ খাতের ওপর আমানতকারীদের অনাস্থার কারণগুলো।
এসময় আলোচকরা ব্যাংকিং খাত সংস্কারের তাগিদ দিয়ে বলেন, দুষ্টের দমন করছে না বাংলাদেশ ব্যাংক।
আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন।