ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোটি টাকার সেতুতে উঠতে বাঁশের মই ভরসা!

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল পৌরসভার চরপাথলী এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত সেতুটিতে উঠতে হয় বাঁশের মই বেয়ে। তিন বছর আগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক এখনো নির্মাণ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পৌর মেয়রের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি।

টাঙ্গাইল পৌরসভার কচুয়া ডাঙ্গা চরপাথলী এলাকায় লৌহজং নদীর ওপর তিন বছর আগে এই সেতুটি নির্মাণ করে সনি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও তা করেনি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে দুই পাশে বাঁশের মই বেয়ে সেতুতে ওঠে নদী পারাপার হচ্ছে স্থানীয় লোকজন।

সংযোগ সড়ক না থাকায় চলাচলে সাধারণ মানুষ ছাড়াও বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অকেজো অবস্থায় পড়ে থাকায় সেতুর ওপর স্থানীয়রা গোবর শুকিয়ে রান্নার জন্য জ্বালানি তৈরী করেন।

এদিকে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি পৌর মেয়র। কথা বলার জন্য পাওয়া যায়নি ঠিকাদারকেও।স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলীম জানান, সমস্যা সমাধানে ঠিকাদারের সাথে একাধিকবার বসার চেষ্টা করলেও কোন কাজ হয়নি।

এদিকে ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

কোটি টাকার সেতুতে উঠতে বাঁশের মই ভরসা!

আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

টাঙ্গাইল পৌরসভার চরপাথলী এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত সেতুটিতে উঠতে হয় বাঁশের মই বেয়ে। তিন বছর আগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক এখনো নির্মাণ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পৌর মেয়রের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি।

টাঙ্গাইল পৌরসভার কচুয়া ডাঙ্গা চরপাথলী এলাকায় লৌহজং নদীর ওপর তিন বছর আগে এই সেতুটি নির্মাণ করে সনি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও তা করেনি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে দুই পাশে বাঁশের মই বেয়ে সেতুতে ওঠে নদী পারাপার হচ্ছে স্থানীয় লোকজন।

সংযোগ সড়ক না থাকায় চলাচলে সাধারণ মানুষ ছাড়াও বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অকেজো অবস্থায় পড়ে থাকায় সেতুর ওপর স্থানীয়রা গোবর শুকিয়ে রান্নার জন্য জ্বালানি তৈরী করেন।

এদিকে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি পৌর মেয়র। কথা বলার জন্য পাওয়া যায়নি ঠিকাদারকেও।স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলীম জানান, সমস্যা সমাধানে ঠিকাদারের সাথে একাধিকবার বসার চেষ্টা করলেও কোন কাজ হয়নি।

এদিকে ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা দাবি জানিয়েছেন স্থানীয়রা।