ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফুটবলকে বিদায় বললেন গোলরক্ষক কেইলর নাভাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। ৩৭ বছর বয়সেই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। গুঞ্জন শোনা গিয়েছিল তিনি কোপা আমেরিকায় খেলবেন। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করে দিলেন।

নাভাসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেশের জার্সি গায়ে ১১৪টি ম্যাচ খেলেন। খেলেন তিনটি বিশ্বকাপও।

তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০১৪ বিশ্বকাপ। যেখানে তার অসাধারণ বীরত্বে কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সবশেষ তিনি চলতি বছরের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন দেশের জার্সি গায়ে।

অবসর ঘোষণা দিয়ে নাভাস লিখেন, ‘আমার জীবনের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আমি হৃদয় ভর্তি কৃতজ্ঞতা নিয়ে এবং হৃদয়ে কোস্টারিকার নাম ধারণ করে বিদায় জানাচ্ছি। বিদায় বলার অনুভূতিটা অম্ল-মধুর। একটা পর্যায়ে এসে অবসর নিতেই হয়। কিন্তু সেটা মেনে নেয়া কঠিন। তবে এটা বিদায় নয়, এটা সাময়িক সময়ের বিদায়। কারণ, আবার দেখা হবে একে-অপরের সঙ্গে চলার পথে। ধন্যবাদ কোস্টারিকা, দেখা হবে, পুরা ভিদা (বিদায়, জীবন সুন্দর)।’

নিউজটি শেয়ার করুন

ফুটবলকে বিদায় বললেন গোলরক্ষক কেইলর নাভাস

আপডেট সময় : ১১:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। ৩৭ বছর বয়সেই গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। গুঞ্জন শোনা গিয়েছিল তিনি কোপা আমেরিকায় খেলবেন। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করে দিলেন।

নাভাসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দেশের জার্সি গায়ে ১১৪টি ম্যাচ খেলেন। খেলেন তিনটি বিশ্বকাপও।

তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০১৪ বিশ্বকাপ। যেখানে তার অসাধারণ বীরত্বে কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সবশেষ তিনি চলতি বছরের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন দেশের জার্সি গায়ে।

অবসর ঘোষণা দিয়ে নাভাস লিখেন, ‘আমার জীবনের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আমি হৃদয় ভর্তি কৃতজ্ঞতা নিয়ে এবং হৃদয়ে কোস্টারিকার নাম ধারণ করে বিদায় জানাচ্ছি। বিদায় বলার অনুভূতিটা অম্ল-মধুর। একটা পর্যায়ে এসে অবসর নিতেই হয়। কিন্তু সেটা মেনে নেয়া কঠিন। তবে এটা বিদায় নয়, এটা সাময়িক সময়ের বিদায়। কারণ, আবার দেখা হবে একে-অপরের সঙ্গে চলার পথে। ধন্যবাদ কোস্টারিকা, দেখা হবে, পুরা ভিদা (বিদায়, জীবন সুন্দর)।’