০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাফা-গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশের কয়েকমিনিটের মধ্যেই তা অমান্য করে ফিলিস্তিনের রাফা’য় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ব্যপক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে আরো ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আনাদোলু প্রতিবেদনের মতে, ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কৃষিজমি এবং জনবসতিহীন ভবন। এতে একাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। আহত ব্যক্তিদের পরে চিকিৎসার জন্য রাফাহস্থ কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল ইসরায়েলি যুদ্ধবিমানের নির্বিচারে বোমাবর্ষণের ফলে শহরের উপর তৈরি হওয়া ঘন কালো মেঘের ঘনত্ব দেখে হামলার তীব্রতা বোঝা যায়।

আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গিবিমান।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে।

কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল বলছে, তাদের জনগণকে সুরক্ষা দেয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।

রাফা-গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

আপডেট : ০৬:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশের কয়েকমিনিটের মধ্যেই তা অমান্য করে ফিলিস্তিনের রাফা’য় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ব্যপক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে আরো ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আনাদোলু প্রতিবেদনের মতে, ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কৃষিজমি এবং জনবসতিহীন ভবন। এতে একাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। আহত ব্যক্তিদের পরে চিকিৎসার জন্য রাফাহস্থ কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল ইসরায়েলি যুদ্ধবিমানের নির্বিচারে বোমাবর্ষণের ফলে শহরের উপর তৈরি হওয়া ঘন কালো মেঘের ঘনত্ব দেখে হামলার তীব্রতা বোঝা যায়।

আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গিবিমান।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে।

কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল বলছে, তাদের জনগণকে সুরক্ষা দেয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।