বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় রিমাল আসছে দেশের উপকূলে। এরইমধ্যে ঝড়ের প্রভাবে সাগরে পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়া দপ্তরের সবশেষ তথ্য অনুসারে, প্রবল শক্তি নিয়ে ঝড়টি আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা ও বরিশাল অঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেয়া হয়েছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হতে পারে উপকূল।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুপুরে দেশের উপকুল থেকে ২২৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার এবং ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে খুলনা ও বরিশাল উপকুলে এগিয়ে আসছে।
আবহাওয়া দপ্তর দুপুর নাগাদ তাদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুসারে ঘূর্ণিঝড়টি আঘাত করার সময়, স্থান ও কোন দিক দিয়ে কখন অতিক্রম করবে তা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।
ঘুর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকুলীয় ১৫ জেলা এবং সেগুলোর কাছাকাছি দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অতি বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হবার সতর্কতাও আছে।