সিটিকে কাঁদিয়ে এফএ কাপের শিরোপা ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে

ইংল্যান্ড ফুটবলের অন্যতম পরাশক্তি বলা চলে ম্যানচেস্টার সিটিকে। সাম্প্রতিক সময়ে বেশ সফলও তারা। ঐতিহাসিক ওয়েম্বলিতে সিটির বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে ইউনাইটেড। সিটিকে কাঁদিয়ে এফএ কাপের চ্যাম্পিয়ন হলো এরিক টেন হাগের দল। এফএ কাপের ফাইনালে সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে ম্যানইউ।
শিশুসুলভ ভুলে ম্যানসিটি প্রথম গোল খেয়ে বসে। ম্যানইউ আক্রমণে গেলে বল ঠেকাতে এগিয়ে আসেন সিটি গোলকিপার স্টেফান ওর্তেগা। কিন্তু তার আগেই মাটিতে লাফিয়ে উঁচুতে ওঠা বল হেড করে বিপদমুক্ত করতে যান জিভারদিওল। একেবারে গোলমুখের সামনে বল দেন। আলেহান্দ্রো গার্নাচো সহজেই ফাঁকা জাল কাঁপান ৩০ মিনিটে।
৯ মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন কোবি মাইনু। সিটি গোলের দেখা পায় ৮৭ মিনিটে। বক্সের ঠিক ওপরে বল পেয়ে ডকু ডান পায়ের জোরালো শট নেন। সেটি ইউনাইটেড গোলকিপার ওনানার হাতে লেগে ঢুকে যায় জালে।