ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২ জুন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২ জুন (রোববার)। এদিন মিলবে ১২ জুনের আগাম টিকিট। আজ (মঙ্গলবার, ২৮ মে) রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদে রেলওয়ের ২০টি বিশেষ ট্রেন চলবে। ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন। প্রথম দিন মিলবে ২০ জুনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সার্বিক বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সামনে।
ওই বৈঠকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, টিকিট কালোবাজারি রোধ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা এবং বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।