উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়।মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে রকেট বিস্ফোরিত হওয়ার পর কক্ষপথে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উত্তর কোরিয়া জানিয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ উৎক্ষেপণের খবর দিয়েছিল। আর এরপরই সোমবার গভীর রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এলো।
উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়।
ব্যর্থতার কারণ হিসেবে সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া পীত সাগরের ওপর ‘দক্ষিণ দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে এবং এর কয়েক মিনিট পরে সমুদ্রে অনেক টুকরো দেখা গেছে।