ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আ.লীগ সরকার লুটেরা তৈরির কারখানা: মান্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার চোর আর লুটেরা তৈরির কারখানা, তার দুটো স্যাম্পল আজিজ ও বেনজির। যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেয়া হবে না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মানবন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন।

এতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার পতনের ভয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

মান্না বলেন, মিথ্যা দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছে সরকার অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বেরোলেও নিজেদের লোক হওয়ায় আজিজ ও বেনজীরকে গ্রেফতার করা তো দূরের কথা একটি মামলাও দেয়নি সরকার।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ঝড় উঠিয়ে দিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে। বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানায় রেখে হত্যা নির্যাতন করে একদলীয় শাসন কায়েম করার দিকেই সরকার ধাবিত হচ্ছে। সরকার উন্নয়নের গাল গল্প করে ঋণের বোঝা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। নিজেদের আধিপত্যকে কায়েম করার জন্যই ঢাকাকে উত্তর দক্ষিণে ভাগ করেছে।

তিনি বলেন, এই সরকার দেশের জনগণের ওপর পৈশাচিক নির্যাতন, দমন পীড়ন করে যাচ্ছে। শেখ হাসিনা জানেন, খালেদা জিয়া রাজপথে আন্দোলন করতে পারলেই তাদের অস্তিত্ব থাকবে না। এজন্যই তাকে মুক্তি দিচ্ছে না। এই সেদিন ছাত্রদলের সাবেক সভাপতির ওপর শিল্পকলার সামনে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে হামলা করানো হয়েছে।

নুর আরও বলেন, ওবায়দুল কাদের বলেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় আল্টিমেটলি সরকারের ওপর আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করা যায় তাহলে আমরা জানতে চাই, চৌধুরী আলম-ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে? লড়াইয়ের পথ অনেক দীর্ঘ। পর্যায়ক্রমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ সরকার লুটেরা তৈরির কারখানা: মান্না

আপডেট সময় : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার চোর আর লুটেরা তৈরির কারখানা, তার দুটো স্যাম্পল আজিজ ও বেনজির। যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেয়া হবে না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মানবন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন।

এতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার পতনের ভয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

মান্না বলেন, মিথ্যা দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছে সরকার অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বেরোলেও নিজেদের লোক হওয়ায় আজিজ ও বেনজীরকে গ্রেফতার করা তো দূরের কথা একটি মামলাও দেয়নি সরকার।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ঝড় উঠিয়ে দিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে। বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানায় রেখে হত্যা নির্যাতন করে একদলীয় শাসন কায়েম করার দিকেই সরকার ধাবিত হচ্ছে। সরকার উন্নয়নের গাল গল্প করে ঋণের বোঝা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। নিজেদের আধিপত্যকে কায়েম করার জন্যই ঢাকাকে উত্তর দক্ষিণে ভাগ করেছে।

তিনি বলেন, এই সরকার দেশের জনগণের ওপর পৈশাচিক নির্যাতন, দমন পীড়ন করে যাচ্ছে। শেখ হাসিনা জানেন, খালেদা জিয়া রাজপথে আন্দোলন করতে পারলেই তাদের অস্তিত্ব থাকবে না। এজন্যই তাকে মুক্তি দিচ্ছে না। এই সেদিন ছাত্রদলের সাবেক সভাপতির ওপর শিল্পকলার সামনে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে হামলা করানো হয়েছে।

নুর আরও বলেন, ওবায়দুল কাদের বলেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় আল্টিমেটলি সরকারের ওপর আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করা যায় তাহলে আমরা জানতে চাই, চৌধুরী আলম-ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে? লড়াইয়ের পথ অনেক দীর্ঘ। পর্যায়ক্রমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।