ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তুষার-লিকুর বিচ্যুতি থাকতে পারে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ও উপ-প্রেস সচিবের ‘কর্তব্য পালনে বিচ্যুতির’ চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রশংসা করেন তিনি।

এই মন্তব্যের জের ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে বেনজীর আহমেদের মতো দেখতে ভালো মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে কি না।

জবাবে কাদের বলেন, আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ লোকের চুক্তি বাতিল করেছে। আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন।

বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

২০১৯ সালে এই দুই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পান। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর আবারও তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এই দুই জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে কি না, আমি জানি না। নিশ্চয় তাদের কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে। সেখানে কী রকম সেটা আমি তো জানি না।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে এখন জিরো টলারেন্স। অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিষয়টি ব্যক্তিগত। প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না।

তিনি বলেন, দুদক তদন্ত করবে। যে যতটুকু অপকর্ম করবে, সে অনুযায়ীই শাস্তি পাবে।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খানও এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তুষার-লিকুর বিচ্যুতি থাকতে পারে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ও উপ-প্রেস সচিবের ‘কর্তব্য পালনে বিচ্যুতির’ চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রশংসা করেন তিনি।

এই মন্তব্যের জের ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে বেনজীর আহমেদের মতো দেখতে ভালো মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে কি না।

জবাবে কাদের বলেন, আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ লোকের চুক্তি বাতিল করেছে। আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন।

বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

২০১৯ সালে এই দুই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পান। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর আবারও তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এই দুই জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে কি না, আমি জানি না। নিশ্চয় তাদের কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে। সেখানে কী রকম সেটা আমি তো জানি না।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে এখন জিরো টলারেন্স। অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিষয়টি ব্যক্তিগত। প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না।

তিনি বলেন, দুদক তদন্ত করবে। যে যতটুকু অপকর্ম করবে, সে অনুযায়ীই শাস্তি পাবে।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খানও এ সময় উপস্থিত ছিলেন।