তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ১২:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২৯শে মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবার ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকী ৭১টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪শ’ ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪শ’ ৭২ জন আর নারী ভাইস চেয়ারম্যান পদে ৩শ’ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে ১ উপজেলায় চেয়ারম্যান, ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ধাপে ২ কোটির বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।
দুর্গম এলাকায় ৪শ’ ২০টিসহ মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৮শ ২৫ আর ভোটকক্ষ সাড়ে ৫৬ হাজার।
এদিকে, ৩২টি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক লাখ ৪০ হাজার ৮৬১ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তৃতীয় ধাপে ১শ ১২ উপজেলায় তফসিল ঘোষণা হলেও ঘূর্ণিঝড় রিমাল, প্রার্থীর মৃত্যু ও মামলার কারণে ২৪ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।