ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল থেকে আটক ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪০ জন আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কয়েক দিন আগে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল। এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য।

আটকদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ।

এদিকে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরাইলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

পুলিশ জানিয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল থেকে আটক ৪০

আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪০ জন আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কয়েক দিন আগে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল। এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য।

আটকদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ।

এদিকে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরাইলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

পুলিশ জানিয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি।