ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারল মায়ামি।
আজ বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেজ এবং টেলরকে নিয়েই মাঠে নেমেছিল মায়ামি। কিন্তু শক্তিশালী স্কোয়াড নিয়েও প্রত্যাশিত ফল পাননি মায়ামি কোচ তাতা মার্টিনো।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথমার্ধেই গোল হজম করতে হয় মায়ামিকে।
ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে হাফের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে মায়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে দ্বিতীয় গোল করলে বেশ চাপে পড়ে যায় মেসির দল। কিন্তু তার তিন মিনিট পরই মায়ামির হয়ে গোল করেন মেসি।
তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মায়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মায়ামিকে।