দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৪০২ বার পড়া হয়েছে
দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শুরু হয় এই কালবৈশাখী ঝড়। আধা ঘণ্টারও বেশি সময়ের ঝড়ে শহরের মাহুতপাড়া, ইসলামবাগ, দপ্তরীপাড়াসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ও আধাপাকা অসংখ্য বাড়ি-ঘর। উড়ে যায় ঘরের টিন।
এসময় ঝড়ে বিভিন্ন এলাকার হাজার হাজার গাছ ভেঙে ও উপড়ে পড়ে। বিভিন্ন স্থানে এসব গাছ সড়কের উপরও ভেঙে পড়ে। এতে বিভিন্ন সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি ভেঙে পড়ায় গোটা জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, ঝড়ের পর থেকে রাতভর রাস্তার ওপর ভেঙে পড়া গাছ অপসারণ করার কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কিছুর রাস্তার গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে লাইন সংস্কার করে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দেয়া হয়েছে এবং বাড়ি-ঘর সংস্কারের জন্য সহযোগিতা করা হবে বলে জানান তিনি।