০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপ বিশিষ্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ অব্যাহত রাখার জন্য ইসরাইলকে শক্তি যোগাচ্ছে মিত্রদেশ আমেরিকা। তবে গাজায় যুদ্ধবিরতির জন্য শুক্রবার (৩১শে মে) নতুন প্রস্তাব প্রকাশ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রস্তাবটি তিন ধাপে বিভক্ত। প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে মিত্র বাইডেনের এ প্রস্তাবে রাজি নন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (পহেলা জুন) নেতানিয়াহু এক বিবৃতিতে যুদ্ধ অব্যাহত থাকার কথা জানান। পাশাপাশি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটিও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস সম্মতির কথা জানিয়েছিল। এতে সমর্থন জানিয়েছিল ইসরাইলের বিরোধী দলগুলোও। এছাড়া হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের পরিবারও এই প্রস্তাবে আশা দেখতে পেয়ে দ্রুত প্রস্তাপ কার্যকর করার দাবি জানিয়েছে। তবে এ সব কিছুতে পানি ঢেলে দিয়ে গোটা বিশ্বের সমালোচনার মুখেও এখনো নিজ সিদ্ধান্তে অনড় ইসরাইল।

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আপডেট : ০২:০০:৩৬ অপরাহ্ন, রোববার, ২ জুন ২০২৪

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপ বিশিষ্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ অব্যাহত রাখার জন্য ইসরাইলকে শক্তি যোগাচ্ছে মিত্রদেশ আমেরিকা। তবে গাজায় যুদ্ধবিরতির জন্য শুক্রবার (৩১শে মে) নতুন প্রস্তাব প্রকাশ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রস্তাবটি তিন ধাপে বিভক্ত। প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে মিত্র বাইডেনের এ প্রস্তাবে রাজি নন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (পহেলা জুন) নেতানিয়াহু এক বিবৃতিতে যুদ্ধ অব্যাহত থাকার কথা জানান। পাশাপাশি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটিও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস সম্মতির কথা জানিয়েছিল। এতে সমর্থন জানিয়েছিল ইসরাইলের বিরোধী দলগুলোও। এছাড়া হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের পরিবারও এই প্রস্তাবে আশা দেখতে পেয়ে দ্রুত প্রস্তাপ কার্যকর করার দাবি জানিয়েছে। তবে এ সব কিছুতে পানি ঢেলে দিয়ে গোটা বিশ্বের সমালোচনার মুখেও এখনো নিজ সিদ্ধান্তে অনড় ইসরাইল।