২৪ ঘণ্টার কম সময় মার্কিন বিমানবাহী জাহাজে ২য় হামলা
- আপডেট সময় : ০১:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ইয়েমেনের হুথি গোষ্ঠী শনিবার (১ জুন) রাতে লোহিত সাগর ও আরব সাগরে দুইটি যুদ্ধজাহাজ এবং চারটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে নতুন করে হামলা চালিয়েছে। হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারসহ আরেকটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
মার্কিন নৌবাহিনী বা লক্ষ্যবস্তু হওয়া শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সারিয়া বলেন, বৃহস্পতিবার রাতে হুথি অবস্থানের বিরুদ্ধে মার্কিন-ব্রিটেনের যৌথ অভিযানের ১৬ জন নিহত এবং আরও ৪১ জন আহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার তারা হামলা পরিচালনা করে।
সারিয়া তার বিবৃতিতে দাবি করেন, আইজেনহাওয়ার ছাড়াও শনিবার লোহিত সাগরে একটি নামহীন মার্কিন ডেস্ট্রয়ারের উপর একটি ড্রোন হামলা এবং ইসরায়েলি বন্দরগুলিতে প্রবেশের উপর হুথি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে “অনেকগুলি অপারেশন” চালায়। লক্ষ্যবস্তুকৃত জাহাজগুলোর মধ্যে রয়েছে ময়না, আলোরাইক এবং আবলিয়ানি।
“ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত” আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে সারিয়া।
গত বছরের নভেম্বর থেকে, হাউথি গোষ্ঠী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি দেখানোর জন্য লোহিত সাগরে ইস্রায়েল-সংযুক্ত জাহাজগুলিকে লক্ষ্য করে জাহাজ-বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
হুথিদের হামলার জবাবে জলসীমায় অবস্থানরত মার্কিন-ব্রিটিশ নৌ জোট জানুয়ারি থেকে হুথি লক্ষ্যবস্তুতে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: সিনহুয়া।