জাতীয় চা পুরস্কার পেল ৮ কোম্পানি ও ব্যক্তি
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটেগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে ৮টি কোম্পানি ও ব্যক্তি। মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ঘোষণা করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিলেন।
তিনি বলেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না। যা প্রয়োজন সবই করবে সরকার। চা শিল্পের গবেষণার দিকে বিশেষ নজর দেয়ার তাগিদ দেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
চা পুরস্কার পেল ৮ কোম্পানি ও ব্যক্তি
১. একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান, ২. সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান, ৩. শ্রেষ্ঠ চা রপ্তানিকারক, ৪. শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী, ৫. শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, ৬. বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি, ৭. দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি, ৮. শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী ব্যক্তি/শ্রমিক।