অলিম্পিকের প্রাথমিক দলে নেই এমবাপ্পে, গ্রীজম্যান
- আপডেট সময় : ০৪:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
ঘরের মাঠে আসন্ন গ্রীষ্মকালীণ অলিম্পিকের ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ফরাসি দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আঁতোয়া গ্রীজম্যান।
উভয় খেলোয়াড়ই প্যারিস গেমসে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাদের স্প্যানিশ ক্লাব- ২৫ বছর বয়সী এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ও ৩৩ বছর বয়সী গ্রীজম্যানের এ্যাথলেটিকো মাদ্রিদ তাদেরকে অলিম্পিকের জন্য ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে।
আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশীপে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দল মাঠে নামবে।
ফ্রান্সের অলিম্পিক কোচ থিঁয়েরি অঁরি বলেছেন, ‘সবকিছুই সবার জন্য উন্মুক্ত আছে। কিন্তু আমাকে একটি তালিকা দিতে হবে যাতে করে সবাই প্রস্তুত থাকতে পারে। কিন্তু আমরা কারো জন্য দরজা বন্ধ করছি না। একটি বাস্তবসম্মত তালিকাই আমাকে দিতে হবে।’
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন পিএসজির জুটি ওয়ারেন জেইরে-এমিরি ও ব্র্যাডলি বারকোলা ও লিঁও ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজেত্তে। পিএসজির একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে তারা জেইরে-এমিরি ও বারকোলাকে ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। এই দুজনেই ইউরোর দলেও ডাক পেয়েছেন।
অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হচ্ছে ২৪ জুলাই। ফ্রান্সের গ্রুপের রয়েছে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনি।