দেড় মাস ধরে চলমান ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ। এরই মধ্যে শুরু হয়েছে গণনা। কে বসতে যাচ্ছে দিল্লির মসনদে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে এরই মধ্যে। যদিও গত কয়েকদিনে বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদিই এগিয়ে রয়েছে। তবুও শেষ হাসি কোন দলের মুখে তা দেখতে অপেক্ষা করতেই হচ্ছে।
এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াইতো রয়েছেই।
বিজেপি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আরও ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে। এতে করে উত্তর ভারতে দলটি যে ক্ষতির মুখে পড়েছে তা এই রাজ্যগুলোর মাধ্যমে পূরণ হতে পারে। পশ্চিমবঙ্গ ছাড়াও যে রাজ্যগুলোতে মূল লড়াই হবে তার মধ্যে মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক এবং তেলেঙ্গানাও থাকবে বলে আশা করা হচ্ছে।
গত শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করে। দেশটির অন্তত চারটি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্ডিয়া নিউজ ও ডি-ডায়নামিকসের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৭১ ও ইন্ডিয়া জোট ১২৫ আসনে জয় পেতে পারে।
বার্তাসংস্থা রায়টর্স অবশ্য বলছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়। কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি।
তবে, জরিপের ফলাফল অনেক সময় উল্টো যেতে দেখা যায়। তাই মসনদের অধিপতির খবর জানতে অপেক্ষা করতেই হচ্ছে চুড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত।