নয়াদিল্লিতে হঠাৎ সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী
- আপডেট সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এরইমধ্যে আজ মঙ্গলবার (৪ জুন) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের অ্যাকাউন্ডে পোস্ট করেছেন তিনি। সেখানে ভারতীয় সংবিধানের একটি অনুলিপি তুলে ধরে বলেছেন, দলের কর্মীরা সংবিধান বাঁচানোর প্রথম পদক্ষেপ নিয়েছে।
রাহুল বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেস পার্টি দেশবাসীকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
রাহুল গান্ধী বলেন, ‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’ ভোটের ফল মোদি ও অমিত শাহ’র প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। বলেন, ‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’
সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।
কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন। এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিতে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
এদিকে, দেশটির নির্বাচন কমিশন তাদের লাইভ চার্ট রাত ৯টায় জানিয়েছে, মোট ৫৪৩ আসনের মধ্যে এ পর্যন্ত ২৯২ আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে ১৪৪টি আসন পেয়ে শীর্ষে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ইসি আরও জানিয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ৫৮টি, সমাজবাদী পার্টি (এসপি) ২৩টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) ১৪টি আসন পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্ররা ও ডিএমকে পাঁচটি করে আসন পেয়েছে।
অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ও আম আদমি পার্টি (এএএপি) তিনটি করে আসনে জয়লাভ করেছে। বাকি আসনে অন্যান্য দলগুলোর বিজয় লাভ করেছে। ওই দলগুলোর মধ্যে আছে—তেলেগু দেশম পার্টি, ভয়েস অব দ্য পিপল পার্টি, শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি), এসকেএম, এএসপিকেআর, এইচএএমএস, সিপিআই (এম)।
গতকাল পর্যন্ত বুথ ফেরত জরিপ বলছিল, নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে কংগ্রেসের দাবি—তারাই এ নির্বাচনে জিতবে। যদিও এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
https://twitter.com/i/broadcasts/1lDxLPLEvLZxm