ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ইরানি উপদেষ্টাসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার আলেপ্পো শহরের চারপাশে সোমবার (৩ জুন) ভোরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলায় ইরানের সামরিক উপদেষ্টাসহ ১২ জন ব্যক্তি হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইরানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম বলেছে, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে চালানো এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলায় আলেপ্পোর বিভিন্ন এলাকার কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে।

গত ২৯ মে সিরিয়ার মধ্যাঞ্চলীয় আলেপ্পার পাশাপাশি উপকূলীয় শহর বানিয়াসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক শিশু নিহত ও দশ বেসামরিক নাগরিক আহত হন।

গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানানো শুরু করার পর থেকে তেহরানের প্রভাব বেড়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে ২০১১ সালের মার্চে দেশটির গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টা মোতায়েন করেছে। সূত্র: এপি।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ইরানি উপদেষ্টাসহ নিহত ১২

আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

সিরিয়ার আলেপ্পো শহরের চারপাশে সোমবার (৩ জুন) ভোরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলায় ইরানের সামরিক উপদেষ্টাসহ ১২ জন ব্যক্তি হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইরানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম বলেছে, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে চালানো এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলায় আলেপ্পোর বিভিন্ন এলাকার কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে।

গত ২৯ মে সিরিয়ার মধ্যাঞ্চলীয় আলেপ্পার পাশাপাশি উপকূলীয় শহর বানিয়াসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক শিশু নিহত ও দশ বেসামরিক নাগরিক আহত হন।

গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানানো শুরু করার পর থেকে তেহরানের প্রভাব বেড়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে ২০১১ সালের মার্চে দেশটির গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টা মোতায়েন করেছে। সূত্র: এপি।