মোদির পদত্যাগ করা উচিত: মমতা
- আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আবারও ঘাসফুলের জয়জয়কার। এছাড়া সারাদেশে ইন্ডিয়া জোটের ব্যাপক উত্থান হয়েছে। এনডিএ এগিয়ে থাকলেও ইন্ডিয়া জোটের অভাবনীয় সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের ফলাফল সামনে আসার পরই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসেন মমতা। আর সেখানেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের নাম নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। পাশে বসে সমর্থন জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘এত অত্যাচারের পরে মোদি হেরেছে, ইন্ডিয়া জিতেছে৷ অযোধ্যা নিয়ে এত প্রচার করেও সেখানে হেরেছে৷ এত অহঙ্কার ভাল নয়৷ আমি খুশি মোদিজি সিঙ্গেল মেজরিটি পায়নি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদির। ক্ষমতায় না থাকলে মোদি এর অর্ধেক আসনও পেতেন না। মোদি শাহের অহঙ্কার চূর্ণ হয়েছে। মোদি, অমিত শাহের পদত্যাগ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘‘মোদি-শাহের অহঙ্কারের পতন হয়েছে ৷ মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ৷ এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যাঁরা আছেন। যাঁরা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’