০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কংগ্রেসের ইন্ডিয়া জোট ছাড়লো আম আদমি পার্টি

প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছাড়ার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি-এএপি। এ সময় ইন্ডিয়া জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল বলেও জানায় দলটি।

বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে দলের সদস্যরা বৈঠক শেষে আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সাথে জোটে থাকবে না। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়বে তারা।

বৈঠক শেষে মন্ত্রী গোপাল রাই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সাথে কোনোরকম জোটে থাকতে চান না। লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরীক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আম আদমি পার্টি তার অন্যতম অংশ ছিল।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভাল ফল করতে পারেনি দলটি। কংগ্রেসের সাথে জোট বেঁধেও লাভ হয়নি। রাজধানীর সাতটি আসনই দখল করেছে বিজেপি। সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল এবং তিনটি আসনই এসেছে পাঞ্জাব রাজ্য থেকে।

কংগ্রেসের ইন্ডিয়া জোট ছাড়লো আম আদমি পার্টি

আপডেট : ০২:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছাড়ার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি-এএপি। এ সময় ইন্ডিয়া জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল বলেও জানায় দলটি।

বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে দলের সদস্যরা বৈঠক শেষে আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সাথে জোটে থাকবে না। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়বে তারা।

বৈঠক শেষে মন্ত্রী গোপাল রাই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সাথে কোনোরকম জোটে থাকতে চান না। লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরীক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আম আদমি পার্টি তার অন্যতম অংশ ছিল।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভাল ফল করতে পারেনি দলটি। কংগ্রেসের সাথে জোট বেঁধেও লাভ হয়নি। রাজধানীর সাতটি আসনই দখল করেছে বিজেপি। সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল এবং তিনটি আসনই এসেছে পাঞ্জাব রাজ্য থেকে।