পশ্চিমাদের শায়েস্তা করতে পুতিনের ভয়ংকর বার্তা
- আপডেট সময় : ০২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
পশ্চিমাদের শায়েস্তা করতে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য বিভিন্ন দেশকে রাশিয়া অস্ত্র দিতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে এই সতর্কবার্তা দেন তিনি। খবর বিবিসির।
সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে। তবে পশ্চিমাদের এমন আচরণ ভালোভাবে নেয়নি মস্কো। পুতিনের ভাষায়, এই ধরনের পদক্ষেপ খুব গুরুতর সমস্যা ডেকে আনতে পারে।
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি কেউ মনে করে যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করার জন্য এবং আমাদের জন্য সমস্যা তৈরি করার জন্য কোনো যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে সেসব দেশের সংবেদনশীল স্থাপনায় হামলা হবে এমন অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার কেন আমাদের নেই? এই ধরনের জবাব বিধ্বংসী হতে পারে। আমরা এটি সম্পর্কে চিন্তা-ভাবনা করব।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা পাঠান পুতিন। এরপর দুই বছর পার হয়ে তিন বছর চললেও এখনো ইউক্রেন যুদ্ধ থামার কোনো দৃশ্যমান লক্ষণ নেই।