ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এ বাজেট লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের বাজেট দুর্নীতিবাজ, লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট। এটি জনগণের বাজেট নয়।

শনিবার (৮ জুন) দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, এ বাজেট দুর্নীতিবাজ-লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট-এটি জনগণের বাজেট নয়। প্রস্তাবিত বাজেট সাবেক পুলিশের আইজিপি বেনজীরের বাজেট দিয়েছে সরকার। লুঠপাটের বাজেট দিয়েছে। যেখানে মানুষের কথা বলার ওপর ট্যাক্স বসিয়েছে সরকার। সরকারই বেনজীরকে হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন তিনি।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ১০ হাজার টাকার হিসাব চাইবেন, আর বেনজীরের হাজার কোটি টাকার হিসাব চাইবেন না? দেশটা যেন মগের মল্লুক পেয়েছে তারা। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঘাত আসলেই পাল্টা আঘাত করা হবে। সে আঘাত পোশাক পরিহিত কিংবা পোশাক ছাড়া কেউ করুক না কেন। মানববন্ধন করে কিছু হবে না, দানব ধরার প্রোগ্রাম করতে হবে। ঋণ করে এখন বিয়ে করতে হবে, বিয়ের ওপরও কর বসিয়েছে সরকার।

এ সময় ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হুন্ডি, চোরাচালান ও তার কালোঅধ্যায়ের সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের আমলে ফ্যাক্টরিতে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। আমরা জেলে গিয়ে পুলিশের চাকরি বাঁচাই, আর মাদক দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় পুলিশ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ওলামা দলের আহবায়ক মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ বাজেট লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট: গয়েশ্বর

আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের বাজেট দুর্নীতিবাজ, লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট। এটি জনগণের বাজেট নয়।

শনিবার (৮ জুন) দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, এ বাজেট দুর্নীতিবাজ-লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট-এটি জনগণের বাজেট নয়। প্রস্তাবিত বাজেট সাবেক পুলিশের আইজিপি বেনজীরের বাজেট দিয়েছে সরকার। লুঠপাটের বাজেট দিয়েছে। যেখানে মানুষের কথা বলার ওপর ট্যাক্স বসিয়েছে সরকার। সরকারই বেনজীরকে হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন তিনি।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ১০ হাজার টাকার হিসাব চাইবেন, আর বেনজীরের হাজার কোটি টাকার হিসাব চাইবেন না? দেশটা যেন মগের মল্লুক পেয়েছে তারা। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঘাত আসলেই পাল্টা আঘাত করা হবে। সে আঘাত পোশাক পরিহিত কিংবা পোশাক ছাড়া কেউ করুক না কেন। মানববন্ধন করে কিছু হবে না, দানব ধরার প্রোগ্রাম করতে হবে। ঋণ করে এখন বিয়ে করতে হবে, বিয়ের ওপরও কর বসিয়েছে সরকার।

এ সময় ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হুন্ডি, চোরাচালান ও তার কালোঅধ্যায়ের সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের আমলে ফ্যাক্টরিতে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। আমরা জেলে গিয়ে পুলিশের চাকরি বাঁচাই, আর মাদক দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় পুলিশ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ওলামা দলের আহবায়ক মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।