নরেন্দ্র মোদির সরকার বেশিদিন টিকবে না: মমতা
- আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না৷
ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এর আগে লোকসভা নির্বাচনের ভোট প্রচারে মমতা দাবি করেছিলেন বিজেপি সরকার দুইশত আসনের গন্ডি পার হতে পারবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভবিষ্যদ্বাণী পুরোপুরি না মিললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি ৷ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের মতো শরিকদের ভরসায় রোববার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷
যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তৃণমূলনেত্রী এ দাবি করলেন। তার দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মোট ২৪০টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন৷ নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপির সমর্থনেই মূলত সরকার গড়ার সংখ্যায় পৌঁছেছে এনডিএ৷ এই দুই নেতার মধ্যে একজনের সমর্থন এদিক ওদিক হলেই সঙ্কটে পড়বে মোদি সরকার৷
এই পরিস্থিতিতে তৃণমূলনেত্রীর শনিবারের ভবিষ্যদ্বাণী নতুন রাজনৈতিক মহলে নতুন মোদি সরকারের ‘আয়ু’ নিয়ে আবার জল্পনা তৈরি করল৷