ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নুসেইরাতে ইসরায়েলি হামলায় ২১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ৩৮৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরাইলি হামলায় অন্তত ২১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারশ’র বেশি ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনী চার জিম্মিকে উদ্ধারের সময় এই গণহত্যা চালায়।

শনিবার বন্দী জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালায় ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় পুরো আশ্রয়শিবির মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়। হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

হামলার ভয়াবহতা নিয়ে আওদা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী বলেন, খাবার মুখে থাকা অবস্থায় এক মৃত শিশুকে গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে খাবার খাওয়ার সময় শিশুটি হত্যার শিকার হয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, চার জিম্মিকে উদ্ধারে তারা নুসেইরাতে অভিযান চালিয়েছে। বেসামরিক মানুষ হত্যার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারা। ফিলিস্তিনি যোদ্ধারা বলছে, নুসেইরাতে অভিযানে প্রাণ হারিয়েছে ইসরাইলি জিম্মি। তবে নিহত জিম্মির নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। চার জিম্মিকে উদ্ধারে করতে এত মানুষের প্রাণহানি ইসরাইলের জন্য একটি ব্যর্থ চেষ্টা বলেও জানায় ফিলিস্তিন। আট মাসে ইসরাইলি হামলায় গাজায় হত্যার শিকার হয়েছে ৩৬ হাজার আটশ’র বেশি ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

নুসেইরাতে ইসরায়েলি হামলায় ২১০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরাইলি হামলায় অন্তত ২১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারশ’র বেশি ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনী চার জিম্মিকে উদ্ধারের সময় এই গণহত্যা চালায়।

শনিবার বন্দী জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালায় ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় পুরো আশ্রয়শিবির মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়। হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

হামলার ভয়াবহতা নিয়ে আওদা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী বলেন, খাবার মুখে থাকা অবস্থায় এক মৃত শিশুকে গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে খাবার খাওয়ার সময় শিশুটি হত্যার শিকার হয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, চার জিম্মিকে উদ্ধারে তারা নুসেইরাতে অভিযান চালিয়েছে। বেসামরিক মানুষ হত্যার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারা। ফিলিস্তিনি যোদ্ধারা বলছে, নুসেইরাতে অভিযানে প্রাণ হারিয়েছে ইসরাইলি জিম্মি। তবে নিহত জিম্মির নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। চার জিম্মিকে উদ্ধারে করতে এত মানুষের প্রাণহানি ইসরাইলের জন্য একটি ব্যর্থ চেষ্টা বলেও জানায় ফিলিস্তিন। আট মাসে ইসরাইলি হামলায় গাজায় হত্যার শিকার হয়েছে ৩৬ হাজার আটশ’র বেশি ফিলিস্তিনি।