ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিবকে বিশ্রাম দিতে বললেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ৪৩০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত তিনি। হতাশ সৌম্য সরকারেরর ব্যাটিং নিয়ে। তবে তাওহিদ হৃদয় ও বোলিং ইউনিটের পারফরম্যান্সে স্বস্তিতে রকিবুল।

সাকিব আল হাসানকে একটা রেস্ট দিলে ভালোই হয়, এভাবেই দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেয়ার পক্ষে বলছিলেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

শেষ ১৯ টি টোয়েন্টিতে ফিফটি নেই সাকিবের। যার ৯টাতে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ৫টায় অবশ্য অপরাজিত ছিলেন। একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, আমি সাকিবের কাছ থেকে অনেক বড়কিছু চাই। এজন্যই বললাম যে ওকে ড্রপ করা যায় কিনা। কিন্তু নিউইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে।

শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝড়েছে তার কন্ঠে। তিনি বলেন, আমি তাকে ১০ এ ৭ দিবো। ম্যাচ জেতার জন্য অবশ্যই সাধুবাদ দিবো।

তবে বোলিংয়ের সঙ্গে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিংয়ের প্রসংশা করেছেন রকিবুল। তিনি বলেন, পজিটিভ দিক বললে বলব রিশাদের বোলিং, তার নেতৃত্বে আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে তুলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে। লিটন দাস ফর্মে ফিরেছে। সে একজন অসাধারণ খেলোয়াড়। আনফরচুনেটলি ওর এত বেশি সময় যদি ব্যাটপ্যাচ থাকে এ জন্য তাকে মূল্য দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

সাকিবকে বিশ্রাম দিতে বললেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান

আপডেট সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত তিনি। হতাশ সৌম্য সরকারেরর ব্যাটিং নিয়ে। তবে তাওহিদ হৃদয় ও বোলিং ইউনিটের পারফরম্যান্সে স্বস্তিতে রকিবুল।

সাকিব আল হাসানকে একটা রেস্ট দিলে ভালোই হয়, এভাবেই দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেয়ার পক্ষে বলছিলেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

শেষ ১৯ টি টোয়েন্টিতে ফিফটি নেই সাকিবের। যার ৯টাতে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ৫টায় অবশ্য অপরাজিত ছিলেন। একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, আমি সাকিবের কাছ থেকে অনেক বড়কিছু চাই। এজন্যই বললাম যে ওকে ড্রপ করা যায় কিনা। কিন্তু নিউইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে।

শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝড়েছে তার কন্ঠে। তিনি বলেন, আমি তাকে ১০ এ ৭ দিবো। ম্যাচ জেতার জন্য অবশ্যই সাধুবাদ দিবো।

তবে বোলিংয়ের সঙ্গে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিংয়ের প্রসংশা করেছেন রকিবুল। তিনি বলেন, পজিটিভ দিক বললে বলব রিশাদের বোলিং, তার নেতৃত্বে আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে তুলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে। লিটন দাস ফর্মে ফিরেছে। সে একজন অসাধারণ খেলোয়াড়। আনফরচুনেটলি ওর এত বেশি সময় যদি ব্যাটপ্যাচ থাকে এ জন্য তাকে মূল্য দিতে হবে।