ইসরাইলে এক মন্ত্রীর পদত্যাগ, ধাক্কা খেলেন নেতানিয়াহু

- আপডেট সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গাৎস। রোববার রাতে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান তিনি। তার এই পদত্যাগ নেতানিয়াহুর সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পদত্যাগেড়র ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে গাৎস বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে নেতানিয়াহু ইসরাইলকে বাধা দিচ্ছেন। নেতানিয়াহুর সাথে বিরোধের জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে ৮ জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি।
তবে গানৎসের বক্তব্যকে ‘অনর্থক’ আখ্যা দিয়ে এ ধরনের বক্তব্য দেশটির জন্য পরাজয়ের শামিল বলে জানিয়েছেন নেতানিয়াহু। যদিও এর আগে গাৎসকে পদত্যাগ না করতে আহ্বান জানিয়েছিলেন তিনি।
এদিকে, গাৎসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।