ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিল্লীতে শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত সফরররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এসময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও গান্ধী পরিবারের সদস্য প্রিয়াংকা গান্ধীও উপস্থিত ছিলেন।

সোমবার (১০ই জুন) নয়াদিল্লির আইটিসি হোটেলে শেখ হাসিনার আবাসস্থলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনা গান্ধী পরিবারের সাথে তার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।

দরজায় দু’হাত প্রসারিত করে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিকে হাসিমুখে এগিয়ে এলেন সোনিয়া গান্ধী। এরপর দুই নেতা জড়িয়ে ধরলেন পরস্পরকে। তখনও তাদের দু’জনের মুখে লেপ্টে আছে হাসি। খোঁজ-খবর নিলেন একে অপরের। সোনিয়া গান্ধীর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন সাদা কুর্তা আর পায়জামা পরিহিত রাহুল গান্ধী। তিনিও এগিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানান। এরপর এগিয়ে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন তিনি, নেন খোঁজ খবরও। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে কংগ্রেস।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে চলে যান চারজনই। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্পেট বিছানো কক্ষের ঠিক মাঝখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কংগ্রেসের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে কংগ্রেস লিখেছে, আজ নয়াদিল্লিতে সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন তারা।

ভারতের অন্যতম প্রাচীন এই বিরোধী দল এক্সে লিখেছে, বৈঠকে তারা আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের বিস্তারের প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন।

উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে যোগ দেয়া বিশ্বনেতারা এসময় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন।

 

নিউজটি শেয়ার করুন

দিল্লীতে শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

ভারত সফরররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এসময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও গান্ধী পরিবারের সদস্য প্রিয়াংকা গান্ধীও উপস্থিত ছিলেন।

সোমবার (১০ই জুন) নয়াদিল্লির আইটিসি হোটেলে শেখ হাসিনার আবাসস্থলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনা গান্ধী পরিবারের সাথে তার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।

দরজায় দু’হাত প্রসারিত করে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিকে হাসিমুখে এগিয়ে এলেন সোনিয়া গান্ধী। এরপর দুই নেতা জড়িয়ে ধরলেন পরস্পরকে। তখনও তাদের দু’জনের মুখে লেপ্টে আছে হাসি। খোঁজ-খবর নিলেন একে অপরের। সোনিয়া গান্ধীর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন সাদা কুর্তা আর পায়জামা পরিহিত রাহুল গান্ধী। তিনিও এগিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানান। এরপর এগিয়ে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন তিনি, নেন খোঁজ খবরও। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে কংগ্রেস।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে চলে যান চারজনই। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্পেট বিছানো কক্ষের ঠিক মাঝখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কংগ্রেসের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে কংগ্রেস লিখেছে, আজ নয়াদিল্লিতে সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন তারা।

ভারতের অন্যতম প্রাচীন এই বিরোধী দল এক্সে লিখেছে, বৈঠকে তারা আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের বিস্তারের প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন।

উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে যোগ দেয়া বিশ্বনেতারা এসময় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন।