কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) গণভবনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের পক্ষে অভিনন্দন জানান।
এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।