ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছেলে দোষী সাব্যস্ত, মেনে নেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিচারিক প্রক্রিয়াকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার অবৈধভাবে অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ তিনটি অভিযোগে বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে ডেলাওয়্যারের একটি আদালত।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি একজন বাবাও। আমি এ মামলার ফলাফল মেনে নেব এবং হান্টার আপিলের বিষয়ে বিবেচনা করলে বিচারিক প্রক্রিয়াকে যথাযথ সম্মান করব।

ডেলাওয়্যারের উইলমিংটনের ফেডারেল আদালতের ১২ সদস্যবিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পেয়েছেন।

আমেরিকার ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টের ছেলে ফৌজদারী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন।

আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেনপুত্রের। হতে পারে সাত লাখ মার্কিন ডলারের জরিমানাও।

২০১৮ সালে অস্ত্র কেনার সময় তথ্য গোপন ও অবৈধভাবে ১১ দিন নিজের কাছে সেই অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে ডেলাওয়্যারের একটি আদালতে মামলা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হয় হান্টার। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার বাইডেন।

নিউজটি শেয়ার করুন

ছেলে দোষী সাব্যস্ত, মেনে নেবেন বাইডেন

আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিচারিক প্রক্রিয়াকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার অবৈধভাবে অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ তিনটি অভিযোগে বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে ডেলাওয়্যারের একটি আদালত।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি একজন বাবাও। আমি এ মামলার ফলাফল মেনে নেব এবং হান্টার আপিলের বিষয়ে বিবেচনা করলে বিচারিক প্রক্রিয়াকে যথাযথ সম্মান করব।

ডেলাওয়্যারের উইলমিংটনের ফেডারেল আদালতের ১২ সদস্যবিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পেয়েছেন।

আমেরিকার ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টের ছেলে ফৌজদারী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন।

আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেনপুত্রের। হতে পারে সাত লাখ মার্কিন ডলারের জরিমানাও।

২০১৮ সালে অস্ত্র কেনার সময় তথ্য গোপন ও অবৈধভাবে ১১ দিন নিজের কাছে সেই অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে ডেলাওয়্যারের একটি আদালতে মামলা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হয় হান্টার। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার বাইডেন।