ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জি-সেভেন সম্মেলন শুরু, গাজা ইস্যুতে গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়ায় শুরু হয়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জোট জি-সেভেন শীর্ষ সম্মেলন। তিন দিনের এ সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনের শুরুতে তিনি প্রতিনিধি দলের নেতাদের শুভেচ্ছা জানান।

আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রধানদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী।

এবারের সম্মেলনে সাইডলাইন বৈঠকের জন্য আরও ১০টি দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছে ইতালি।

রাশিয়ার কাছ থেকে জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দিতে সম্মত হতে পারে জি-সেভেনের নেতারা। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে।

যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব অনুসারে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে জি-সেভেন ভুক্ত দেশগুলো প্রতিবছর ইউক্রেনের জন্য ৫ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতালিতে শুরু হওয়া জি-সেভেন এর বৈঠকে এ বিষয়টি ছাড়াও গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, অভিবাসন, অর্থনৈতিক নিরাপত্তা, আফ্রিকা ও ভূমধ্যসাগরের জাতীয় নিরাপত্তা ইস্যু এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

জি-সেভেন সম্মেলন শুরু, গাজা ইস্যুতে গুরুত্ব

আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়ায় শুরু হয়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জোট জি-সেভেন শীর্ষ সম্মেলন। তিন দিনের এ সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনের শুরুতে তিনি প্রতিনিধি দলের নেতাদের শুভেচ্ছা জানান।

আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রধানদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী।

এবারের সম্মেলনে সাইডলাইন বৈঠকের জন্য আরও ১০টি দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছে ইতালি।

রাশিয়ার কাছ থেকে জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দিতে সম্মত হতে পারে জি-সেভেনের নেতারা। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে।

যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব অনুসারে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে জি-সেভেন ভুক্ত দেশগুলো প্রতিবছর ইউক্রেনের জন্য ৫ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতালিতে শুরু হওয়া জি-সেভেন এর বৈঠকে এ বিষয়টি ছাড়াও গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, অভিবাসন, অর্থনৈতিক নিরাপত্তা, আফ্রিকা ও ভূমধ্যসাগরের জাতীয় নিরাপত্তা ইস্যু এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আলোচনা হবে।