প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধীদলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে ঈদুল আজহার কার্ড পৌঁছে দেন।
এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর গুলশানের বাসভবনে ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজ ।
উল্লেখ্য, গত ৭ জুন বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে পরদিন ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হয়। এ ছাড়া আগামী ১৭ জুন (সোমবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।