ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৯ বলে ওমানকে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে প্রথম জয়টি তুলে নিতে ইংল্যান্ড এর লাগলো কেবল ১৯ বল। ওমানকে মাত্র ৪৭ রানে অল আউট করার পর তারা জয় তুলে নিয়েছে মাত্র ১৯ বল খেলেই। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১০১ বল হাতে রেখে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে বিশ্বকাপের মঞ্চে তারা গড়েছে নতুন রেকর্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জোফরা আর্চার ও মার্ক উডের গতির সামনে দাঁড়াতেই পারেনি ওমান। লেজ ভাঙার কাজটি করেন আদিল রশিদ। ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। এছাড়া সমান ১২ রানে তিনটি করে উইকেট নেন উড ও আর্চার। ১৩.২ ওভারে ৪৭ রানে গুটিয়ে যাওয়া ওমানের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন শোয়েব খান।

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরুর প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল্ট সল্ট। তবে তৃতীয় বলে তাকে বোল্ড করে ফেরান বিলাল খান। দ্বিতীয় ওভারে কলিমুল্লাহকে তুলতে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৫ রান করা উইল জ্যাকস। পরের ওভারে ৪ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে নেন বাটলার। আর চতুর্থ ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। এদিন ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার।

নিউজটি শেয়ার করুন

১৯ বলে ওমানকে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

বিশ্বকাপে প্রথম জয়টি তুলে নিতে ইংল্যান্ড এর লাগলো কেবল ১৯ বল। ওমানকে মাত্র ৪৭ রানে অল আউট করার পর তারা জয় তুলে নিয়েছে মাত্র ১৯ বল খেলেই। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১০১ বল হাতে রেখে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে বিশ্বকাপের মঞ্চে তারা গড়েছে নতুন রেকর্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জোফরা আর্চার ও মার্ক উডের গতির সামনে দাঁড়াতেই পারেনি ওমান। লেজ ভাঙার কাজটি করেন আদিল রশিদ। ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। এছাড়া সমান ১২ রানে তিনটি করে উইকেট নেন উড ও আর্চার। ১৩.২ ওভারে ৪৭ রানে গুটিয়ে যাওয়া ওমানের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন শোয়েব খান।

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরুর প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল্ট সল্ট। তবে তৃতীয় বলে তাকে বোল্ড করে ফেরান বিলাল খান। দ্বিতীয় ওভারে কলিমুল্লাহকে তুলতে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৫ রান করা উইল জ্যাকস। পরের ওভারে ৪ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে নেন বাটলার। আর চতুর্থ ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। এদিন ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার।