ইসরাইলের সামরিক স্থাপনায় আবারো রকেট হামলা
- আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে
ইসরাইলের অন্তত নয়টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে আবারও রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৩ই জুন) লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরাইলি সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
মঙ্গলবার ইসরাইলের হামলায় হিজবুল্লাহর মাঠ পর্যায়ের জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হন। ওই হামলার প্রতিশোধে বৃহস্পতিবার ইসরাইলে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, হিজবুল্লাহ ইসরাইলি সামরিক বাহিনীর ছয়টি লক্ষ্যবস্তুতে কাতিউশা ও ফালাক রকেট ছুড়েছে। এছাড়া, একযোগে ১০০টিরও বেশি রকেট ছোড়ার খবর দিয়েছে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদমাধ্যম আল-মানার টেলিভিশন।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদরদপ্তর ও একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে একযোগে অন্তত ৩০টি ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। যা ইসরাইল ও হামাসের যুদ্ধে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা।
গত অক্টোবরে গাজা উপত্যকার হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইল।