ইউরোর উদ্বোধনী খেলায় স্কটল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়েছে জার্মানি। শুক্রবার রাতে মিউনিখ অ্যারেনায় ১০ জনের দলের বিপক্ষে ৫-১ গোলের বিধ্বংসী জয় পেয়েছে দলটি।
গত তিনটি বড় টুর্নামেন্টে ব্যর্থতার গ্লানি নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। আছে স্বাগতিক হওয়ারও চাপ। সেই চাপ ভালোভাবেই সামলেছে দলটি। স্কটল্যান্ডকে গোলে ভাসিয়েই শুরু হলো তিনবারের চ্যাম্পিয়নদের ইউরো অভিযান।
মিউনিখে দশম মিনিটেই স্কটল্যান্ডের জালে প্রথম গোল দেয় জার্মানি, বুন্দেসলিগার মৌসুম সেরা ফুটবলার উইর্টজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি জার্মানদের। ১৯ মিনিটে গুন্দোয়ানের পাস ধরে জামাল মুসিয়ালা বল পায়ে রেখে ঠাণ্ডা মাথায় উঁচু শটে জাল কাঁপান।
তারপর বিরতির বাঁশি বাজার আগে তিন নম্বর গোল। স্পট কিক থেকে হ্যাভার্জ করেন দলের তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে অবশ্য ১০ জন নিয়েও স্কটিশরা বেশ কিছুক্ষণ আটকে রাখে জার্মানদের। তবে শেষ রক্ষা হয়নি। হাভার্টজের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন নিকলাস ফুলক্রুগ। ৮৭ মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেড জার্মানির আন্টোনিও রুডিগারের গায়ে লেগে চলে যায় জালে, আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-১। যোগ হওয়া সময় এমরে চানের গোলে ৫-১ করে জার্মানি।