দক্ষিণ আফ্রিকায় ফের ক্ষমতায় ফিরলেন রামাফোসা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার গঠন হয়েছে। প্রথমবারের মতো শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গদের এ জোটের নতুন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় অভিষিক্ত হন নেলসন ম্যান্ডেলার এএনসি। তিন দশক দেশের শাসনভারে আসীন থাকলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় তারা।
গত ২৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এএনসি ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে প্রধান বিরোধী দল ডিএ পায় মোট ভোটের ২১ শতাংশ।
এখন টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে আর বাধা থাকছে না ৭১ বছর বয়সী রামাফোসার। খবর ইউরোনিউজ।