ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে আলাদা খেলায় জয় পেয়েছে স্পেন, ইতালি ও সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে গ্রুপ বি’এর নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।
খেলার প্রথমার্ধ থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে স্প্যানিশরা। ম্যাচের ২৯তম মিনিটে মোরাতার দুর্দান্ত গোলে প্রথম লিড নেয় স্পেন। প্রথম গোলের ঠিক ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইস।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানি কারভাহালের গোলে ৩-০ ব্যাবধানের লিড নিয়ে বিরতিতে যায় স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে অনেকগুলো সহজ সুযোগই মিস করে উভয়পক্ষই। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
এদিকে, আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। গ্রুপ বি’র আরেক ম্যাচে পিছিয়ে পড়েও আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।