০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিনও গাজার রাফায় হামলা

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ-উল-আযহা উদযাপিত হলেও ঈদের আমেজ নেই ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ঈদের দিনও মৃত্যুর ভয় আর ক্ষুধার যন্ত্রণায় দিন কাটছে ফিলিস্তিনিদের।

ঈদের দিন গাজার রাফা শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দিয়েছে তারা।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রয়োজন। অথচ বাধার কারণে তারা সেখানে খাবার পৌঁছাতে পারছে না। ফলে গাজার বাসিন্দারা তীব্র ক্ষুধার মুখোমুখি হচ্ছে।

এতে অপুষ্টিতে ভুগছে শিশুরা। তদের তথ্য মতে, ৫০ হাজারেরও বেশি শিশুর অবিলম্বে তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মানবিক সহায়তা প্রয়োজন হলেও বাধার কারণে গাজার বাসিন্দারা তীব্র ক্ষুধার মুখোমুখি হচ্ছে, ফলে বেশি অপুষ্টিতে ভুগছে শিশুরা

এদিকে, রাফা শহরে হামাসের অতর্কিত হামলায় ইসরাইলের আটজন সেনা নিহত হয়েছে। গত কয়েক মাসে গাজায় ইসরাইলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা বলে দাবি তেল আবিবের। গাজায় স্থল অভিযানের শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এর প্রতিশোধ নিতে রোববার রাফায় হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। আগুন দেয়া বাড়িঘরে।

ঈদের দিনও গাজার রাফায় হামলা

আপডেট : ০১:৪০:৩৭ অপরাহ্ন, রোববার, ১৬ জুন ২০২৪

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ-উল-আযহা উদযাপিত হলেও ঈদের আমেজ নেই ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ঈদের দিনও মৃত্যুর ভয় আর ক্ষুধার যন্ত্রণায় দিন কাটছে ফিলিস্তিনিদের।

ঈদের দিন গাজার রাফা শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দিয়েছে তারা।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রয়োজন। অথচ বাধার কারণে তারা সেখানে খাবার পৌঁছাতে পারছে না। ফলে গাজার বাসিন্দারা তীব্র ক্ষুধার মুখোমুখি হচ্ছে।

এতে অপুষ্টিতে ভুগছে শিশুরা। তদের তথ্য মতে, ৫০ হাজারেরও বেশি শিশুর অবিলম্বে তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মানবিক সহায়তা প্রয়োজন হলেও বাধার কারণে গাজার বাসিন্দারা তীব্র ক্ষুধার মুখোমুখি হচ্ছে, ফলে বেশি অপুষ্টিতে ভুগছে শিশুরা

এদিকে, রাফা শহরে হামাসের অতর্কিত হামলায় ইসরাইলের আটজন সেনা নিহত হয়েছে। গত কয়েক মাসে গাজায় ইসরাইলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা বলে দাবি তেল আবিবের। গাজায় স্থল অভিযানের শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এর প্রতিশোধ নিতে রোববার রাফায় হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। আগুন দেয়া বাড়িঘরে।