মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

- আপডেট সময় : ০১:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে

সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন হচ্ছে আজ।
মক্কায় পবিত্র হজ পালনের পর পশু কোরবানি দিচ্ছেন মুসল্লীরা। স্থানীয় সময় ভোর পৌনে ৫টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঈদের নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে মুসলমানরা ত্যাগের মহিমায় দিনটি উৎসব আনন্দে কাটাচ্ছেন।
জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ পালন করছে মধ্যপ্রাচ্যের মুসলিমরা। ঈদুল আযহা উপলক্ষ্যে মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে, ফিলিস্তিনের গাজায় ছিলোনা চিরাচরিত ঈদের আমেজ।
আগামীকাল (সোমবার) বাংলাদেশসহ, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালন করা হবে পবিত্র ঈদুল আযহা।