বেলিংহামের গোলে স্বস্তির জয় ইংল্যান্ডের
- আপডেট সময় : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
সার্বিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিযনশিপে জয় পেলেও দাপুটে ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে আইসল্যান্ডের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে ইংলিশদের নিয়ে যে শঙ্কা ছিলো সার্বিয়া ম্যাচ শেষেও সেই শঙ্কা রয়ে গেছে। সার্বিয়ার বিপক্ষে এদিন ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন বেলিংহাম।
ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় লাগেনি ইংল্যান্ডের। ১৩ মিনিটে আক্রমণে যায় ইংলিশরা, সেখানেই গোলের দেখা পেয়ে যায় তারা। বুকায়ো সাকা ডান দিক থেকে ক্রস বাড়ান, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন বেলিংহাম।
সেই গোলের পর দুই দলই মধ্যমাঠকে প্রাধান্য দিয়ে খেলতে থাকে। পুরো ম্যাচ জুড়ে শট হয়েছে কেবল ১১টি। ১৯৮০ সালের পর থেকে ইউরোতে এর চেয়ে কম শটের ম্যাচ হয়নি আর একটিও। এদিনই ডেনমার্ক ও স্লোভেনিয়ার মধ্যে ‘সি’ গ্রুপের আরেক ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।