ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারাদেশে ঈদের জামাতে বিশ্বের শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

সকাল ৮ টা ১৫ মিনিটে একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে এমএ আজিজ স্টেডিয়ামে ছাড়াও সিটি কর্পোরেশনের আয়োজনে ৪১টি ওয়ার্ডে আলাদা আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় শেষে বাংলাদেশসহ সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তী কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এখানে নামাজ আদায় করেন।

দিনাজপুরে দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ-উল-আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি। দূর-দূরান্তের মুসল্লিদের নামাজে অংশ গ্রহণে যাতাযাতের জন্য ছিলো দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা।ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের জনসমুদ্রে। রূপ নেয় মিলন মেলায়। দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এ ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়।

বরিশালে ঈদের প্রধান জামাত হয় নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এখানে নামাজ আদায় করেন। ময়মনসিংহে একশ ৫৭ টি মসজিদসহ দুই হাজার পাঁচশো মাঠে ঈদের জামাত হয়েছে। সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

এছাড়া, নগরীর রানীর বাজার জামে মসজিদ, মুনসেফ বাড়ি জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদসহ ১২৫২টি মসজিদ ও ১৮২১টি ঈদগাহসহ ১৭ উপজেলায় ৩০৭৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড় ৭টায় শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলার সকল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল ৮টায় ও সাড়ে ৮টায় জেলার প্রত্যেক ঈদগাহ মাঠে খুতবা পাঠ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ঈদুল আজহার নামাজ।সকালে চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এদিকে নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গাবতলী জামেয়া কাসেমীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে।

ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত শুরু হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে খতিব ছিলেন মাওলানা মো. আবু সাঈদ। পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,শহরের গন্যমান্যরাসহ সর্বস্তরের মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বিভাগীয় শহর খুলনায় উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার নয়টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে প্রধান জামাত হয় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

রাঙ্গামাটিতে সকাল সাড়ে ৭টায় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের আরও ৬টি ঈদ গা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মসজিদে মসজিদে এলাকা ভিত্তিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

কিশোরগঞ্জে উপমহাদেশে সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে ঢল নামে মুসল্লিদের। আজ সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

হাজারো মুসল্লির অংশগ্রহণে মেহেরপুরে বিভিন্ন ঈদগাহগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। এছাড়া, ফরিদপুর, রংপুর, ময়মনসিহংসহ দেশের সব জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ঈদের জামাতে বিশ্বের শান্তি কামনা

আপডেট সময় : ০১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

সকাল ৮ টা ১৫ মিনিটে একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে এমএ আজিজ স্টেডিয়ামে ছাড়াও সিটি কর্পোরেশনের আয়োজনে ৪১টি ওয়ার্ডে আলাদা আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় শেষে বাংলাদেশসহ সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তী কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এখানে নামাজ আদায় করেন।

দিনাজপুরে দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ-উল-আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি। দূর-দূরান্তের মুসল্লিদের নামাজে অংশ গ্রহণে যাতাযাতের জন্য ছিলো দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা।ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের জনসমুদ্রে। রূপ নেয় মিলন মেলায়। দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এ ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়।

বরিশালে ঈদের প্রধান জামাত হয় নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এখানে নামাজ আদায় করেন। ময়মনসিংহে একশ ৫৭ টি মসজিদসহ দুই হাজার পাঁচশো মাঠে ঈদের জামাত হয়েছে। সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

এছাড়া, নগরীর রানীর বাজার জামে মসজিদ, মুনসেফ বাড়ি জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদসহ ১২৫২টি মসজিদ ও ১৮২১টি ঈদগাহসহ ১৭ উপজেলায় ৩০৭৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড় ৭টায় শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলার সকল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল ৮টায় ও সাড়ে ৮টায় জেলার প্রত্যেক ঈদগাহ মাঠে খুতবা পাঠ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ঈদুল আজহার নামাজ।সকালে চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এদিকে নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গাবতলী জামেয়া কাসেমীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে।

ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত শুরু হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে খতিব ছিলেন মাওলানা মো. আবু সাঈদ। পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,শহরের গন্যমান্যরাসহ সর্বস্তরের মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বিভাগীয় শহর খুলনায় উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার নয়টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে প্রধান জামাত হয় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

রাঙ্গামাটিতে সকাল সাড়ে ৭টায় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের আরও ৬টি ঈদ গা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মসজিদে মসজিদে এলাকা ভিত্তিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

কিশোরগঞ্জে উপমহাদেশে সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে ঢল নামে মুসল্লিদের। আজ সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

হাজারো মুসল্লির অংশগ্রহণে মেহেরপুরে বিভিন্ন ঈদগাহগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। এছাড়া, ফরিদপুর, রংপুর, ময়মনসিহংসহ দেশের সব জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।