ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বড় পরাজয়ের পর যা বললেন রাশিদ খান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানে হেরেছে আফগানরা। তবে টুর্নামেন্টের সামনের দিকে এই পরাজয়ের তেমন প্রভাব পড়বে না মনে করছেন অধিনায়ক রাশিদ খান।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ জুন) সকালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে আফগানিস্তানের পরাজয় আছে মাত্র একটি। সেটিও প্রায় এক যুগ আগে, ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে। অথচ আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। শক্তিশালী নিউ জিল্যান্ডকে মাত্র ৭৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৪ রানের জয় পায় তারা। উগান্ডা ও পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যানরা তো দাঁড়াতেই পারেনি আফগান বোলারদের সামনে।

তবে একই বোলারদের তুলাধুনা করেন নিকোলাস পুরান, জনসন চার্লসরা। চার-ছক্কার ফুলঝুরিতে চলতি আসরে সর্বোচ্চ ২১৮ রানের সংগ্রহ করে স্বাগতিকরা। পরে দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয় তারা। দারুণ পারফরম্যান্সে সুপার এইট নিশ্চিতের পর এই জয় তাই আফগানদের জন্য বড় ধাক্কা বলা চলে। তবে দলের অধিনায়ক রাশিদের ভাবনা ভিন্ন। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানালেন, সামনের দিনগুলোর চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেবেন তারা।

বড় পরাজয়ে আফগানিস্তানের সমস্যা হবে কিনা? এমন প্রশ্নে রাশিদ খান বলেন, আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব। আমাদের জন্য ভালো হয়েছে যেই এই পর্যায়ে হারটা এসেছে, কোনো বাঁচা-মরার লড়াইয়ে নয়। এই ম্যাচ থেকে ফিল্ডিং, মাঝের ওভারের বোলিং, নুর আহমেদের স্পেলের মতো ইতিবাচক বিষয়গুলো নেব।”

নিউজটি শেয়ার করুন

বড় পরাজয়ের পর যা বললেন রাশিদ খান

আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানে হেরেছে আফগানরা। তবে টুর্নামেন্টের সামনের দিকে এই পরাজয়ের তেমন প্রভাব পড়বে না মনে করছেন অধিনায়ক রাশিদ খান।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ জুন) সকালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে আফগানিস্তানের পরাজয় আছে মাত্র একটি। সেটিও প্রায় এক যুগ আগে, ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে। অথচ আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। শক্তিশালী নিউ জিল্যান্ডকে মাত্র ৭৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৪ রানের জয় পায় তারা। উগান্ডা ও পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যানরা তো দাঁড়াতেই পারেনি আফগান বোলারদের সামনে।

তবে একই বোলারদের তুলাধুনা করেন নিকোলাস পুরান, জনসন চার্লসরা। চার-ছক্কার ফুলঝুরিতে চলতি আসরে সর্বোচ্চ ২১৮ রানের সংগ্রহ করে স্বাগতিকরা। পরে দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয় তারা। দারুণ পারফরম্যান্সে সুপার এইট নিশ্চিতের পর এই জয় তাই আফগানদের জন্য বড় ধাক্কা বলা চলে। তবে দলের অধিনায়ক রাশিদের ভাবনা ভিন্ন। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানালেন, সামনের দিনগুলোর চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেবেন তারা।

বড় পরাজয়ে আফগানিস্তানের সমস্যা হবে কিনা? এমন প্রশ্নে রাশিদ খান বলেন, আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব। আমাদের জন্য ভালো হয়েছে যেই এই পর্যায়ে হারটা এসেছে, কোনো বাঁচা-মরার লড়াইয়ে নয়। এই ম্যাচ থেকে ফিল্ডিং, মাঝের ওভারের বোলিং, নুর আহমেদের স্পেলের মতো ইতিবাচক বিষয়গুলো নেব।”