ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে মূল্যস্ফীতির সমস্যা আছে, তবে সরকার এ পরিস্থিতি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্যও দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি বিএনপি। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন সমুদ্র থেকে মিয়ানমারের জাহাজ সরে গেছে। আরাকান আর্মি তাদের সরকারের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের সার্ভভৌমত্বে কোথায় আঘাত হয়েছে মির্জা ফখরুলের কাছে জানতে চান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

এসময় ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুন দিল্লি যাবেন সেখানে তিনি দ্বিপক্ষীয় আলোচনা করবেন। ২২শে জুন দেশে ফিরবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: কাদের

আপডেট সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে মূল্যস্ফীতির সমস্যা আছে, তবে সরকার এ পরিস্থিতি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্যও দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি বিএনপি। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন সমুদ্র থেকে মিয়ানমারের জাহাজ সরে গেছে। আরাকান আর্মি তাদের সরকারের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের সার্ভভৌমত্বে কোথায় আঘাত হয়েছে মির্জা ফখরুলের কাছে জানতে চান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

এসময় ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুন দিল্লি যাবেন সেখানে তিনি দ্বিপক্ষীয় আলোচনা করবেন। ২২শে জুন দেশে ফিরবেন তিনি।