ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাহুলের ছেড়ে দেয়া আসনে প্রার্থী প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের লোকসভা নির্বাচনে দুই আসনে জয় পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়ানাড় আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আসনের উপনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে প্রথম পার্লামেন্টে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সোনিয়া কন্যা। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কংগ্রেস সভাপতি মলি¬কার্জুন খড়গে।

রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন। দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও এতদিন ভোটের লড়াইয়ে তাকে দেখা যায়নি। তবে, এবার ভাইয়ের ছেড়ে দেওয়া আসন থেকে লড়ার মধ্য দিয়ে ভোটের মাঠে আসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি রায়বেরেলি ও ওয়ানাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শিগগির জানতে পারবেন।’ পরে জানা যায় রায়বেরেলি রেখে তিনি কেরালার ওয়ানাড় আসন ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই আসনে প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে কংগ্রেস পার্টি।

নিউজটি শেয়ার করুন

রাহুলের ছেড়ে দেয়া আসনে প্রার্থী প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে দুই আসনে জয় পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়ানাড় আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আসনের উপনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে প্রথম পার্লামেন্টে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সোনিয়া কন্যা। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কংগ্রেস সভাপতি মলি¬কার্জুন খড়গে।

রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন। দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও এতদিন ভোটের লড়াইয়ে তাকে দেখা যায়নি। তবে, এবার ভাইয়ের ছেড়ে দেওয়া আসন থেকে লড়ার মধ্য দিয়ে ভোটের মাঠে আসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি রায়বেরেলি ও ওয়ানাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শিগগির জানতে পারবেন।’ পরে জানা যায় রায়বেরেলি রেখে তিনি কেরালার ওয়ানাড় আসন ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই আসনে প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে কংগ্রেস পার্টি।