ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইসেন্সবিহীন সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন। বিষয়টি আমরা আমলে নিয়ে কাজ করছি। অ্যানেসথেসিয়া ড্রাগ হ্যালোজিন এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে সেগুলোকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া এটা যে ফার্মেসির দোকানে বেচাকেনা হবে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে রাজধানী ঢাকার কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করে একজন ডাক্তার হিসেবে আমার লজ্জা লাগছে। দেশের সাধারণ মানুষ ডাক্তারদের থেকে খুব বেশি কিছু চায় না। তারা শুধু চিকিৎসা সেবাটা ভালো চান।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আগের চেয়ে স্বাস্থ্য সেবায় অনেক উন্নতি করেছি। এজন্য বিশ্ব স্বাস্থ্য সেবা সেমিনারে সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

তিনি বলেন, স্থানীয় এমপিরা যদি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নজর দেন তাহলে স্বাস্থ্যসেবার মান উন্নতি হতে বাধ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা সেই আলোকেই কাজ করে যাচ্ছি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনারাগাঁ উপজেলা হাসপাতালে মুজিব কর্নারের উদ্বোধন করেন। এসময় স্থানীয় এমপি আবদুল্লাহ আল কায়সার, জেলার সিভিল সার্জন মুশিয়ার রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এমপি আবদুল্লাহ আল কায়সার বলেন, মন্ত্রী কোথাও ভিজিট করলে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বুঝানোর চেষ্টা করেন হাসপাতালটি পরিপূর্ণ ও সৌন্দর্য আছে। আমরা সঠিক বিষয়টি মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরি না।

তিনি আরও বলেন, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আমরা অচিরেই প্রতিটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবো। সেখানে কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে স্বাস্থ্যমন্ত্রীর শরণাপন্ন হবো। আমার বিশ্বাস স্বাস্থ্যমন্ত্রী আমাদের সব সমস্যা সমাধান করবেন।

নিউজটি শেয়ার করুন

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

লাইসেন্সবিহীন সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন। বিষয়টি আমরা আমলে নিয়ে কাজ করছি। অ্যানেসথেসিয়া ড্রাগ হ্যালোজিন এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে সেগুলোকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া এটা যে ফার্মেসির দোকানে বেচাকেনা হবে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে রাজধানী ঢাকার কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করে একজন ডাক্তার হিসেবে আমার লজ্জা লাগছে। দেশের সাধারণ মানুষ ডাক্তারদের থেকে খুব বেশি কিছু চায় না। তারা শুধু চিকিৎসা সেবাটা ভালো চান।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আগের চেয়ে স্বাস্থ্য সেবায় অনেক উন্নতি করেছি। এজন্য বিশ্ব স্বাস্থ্য সেবা সেমিনারে সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

তিনি বলেন, স্থানীয় এমপিরা যদি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নজর দেন তাহলে স্বাস্থ্যসেবার মান উন্নতি হতে বাধ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা সেই আলোকেই কাজ করে যাচ্ছি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনারাগাঁ উপজেলা হাসপাতালে মুজিব কর্নারের উদ্বোধন করেন। এসময় স্থানীয় এমপি আবদুল্লাহ আল কায়সার, জেলার সিভিল সার্জন মুশিয়ার রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এমপি আবদুল্লাহ আল কায়সার বলেন, মন্ত্রী কোথাও ভিজিট করলে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বুঝানোর চেষ্টা করেন হাসপাতালটি পরিপূর্ণ ও সৌন্দর্য আছে। আমরা সঠিক বিষয়টি মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরি না।

তিনি আরও বলেন, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আমরা অচিরেই প্রতিটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবো। সেখানে কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে স্বাস্থ্যমন্ত্রীর শরণাপন্ন হবো। আমার বিশ্বাস স্বাস্থ্যমন্ত্রী আমাদের সব সমস্যা সমাধান করবেন।