ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাইফা বন্দরে হিজবুল্লাহর নজরদারি ফুটেজ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের হাইফা বন্দরসহ বেশ কিছু স্পর্শকাতর স্থানে নজরদারির ড্রোন ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ৯ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ।

ওই ভিডিওতে দেখানো হাইফা শহরের সমুদ্র ও বিমানবন্দরে ইসরাইলি সেনাদের অবস্থান, সামরিক কমপ্লেক্স ও আয়রন ডোম ব্যাটারিসহ সংবেদনশীল ইসরাইলি সামরিক অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা বলে দাবি করছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবানন সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত হাইফা। তবে, ইসরাইলি নিরাপত্তার বাতাবরণ ভেদ করে হিজবুল্লাহর এমন নজরদারি তেল আবিবের জন্য একটি বড় নিরাপত্তা ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে ইসরাইলি বাহিনীর সাথে গুলি বিনিময় অব্যাহত রয়েছে হিজবুল্লাহর। নভেম্বরে হিজবুল্লাহ হাইফাতে নজরদারি ড্রোন পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন গোষ্ঠীটির প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ।

গত আট মাসে অধিকৃত অঞ্চলে সীমান্তের ওপারে নজরদারি ও আক্রমণ ড্রোন পাঠিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে কিছু ড্রোনকে আটকানো হয়েছে এবং গুলি করা হয়েছে, তবে কিছু তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।

মার্কিন দূত আমোস হোচস্টেইন বৈরুতে তার সফর শেষ করার মাত্র কয়েক ঘন্টা পরে সর্বশেষ ফুটেজটি প্রকাশ করা হয়েছিল, যা হোচস্টেইন এবং ইসরাইলি কর্তৃপক্ষ উভয়ের জন্য একটি অপমানজনক বার্তা বলে মনে করা হচ্ছে।

এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের একটি ঝাঁক দিয়ে নেভেজিভে ইসরাইলি সেনাবাহিনীর ৪১১তম ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল-লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে নিয়মিত গুলিবিনিময় করছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর চলমান এই সংঘর্ষ আলোচনার মাধ্যমে শেষ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

নিউজটি শেয়ার করুন

হাইফা বন্দরে হিজবুল্লাহর নজরদারি ফুটেজ প্রকাশ

আপডেট সময় : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

ইসরাইলের হাইফা বন্দরসহ বেশ কিছু স্পর্শকাতর স্থানে নজরদারির ড্রোন ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ৯ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ।

ওই ভিডিওতে দেখানো হাইফা শহরের সমুদ্র ও বিমানবন্দরে ইসরাইলি সেনাদের অবস্থান, সামরিক কমপ্লেক্স ও আয়রন ডোম ব্যাটারিসহ সংবেদনশীল ইসরাইলি সামরিক অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা বলে দাবি করছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবানন সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত হাইফা। তবে, ইসরাইলি নিরাপত্তার বাতাবরণ ভেদ করে হিজবুল্লাহর এমন নজরদারি তেল আবিবের জন্য একটি বড় নিরাপত্তা ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে ইসরাইলি বাহিনীর সাথে গুলি বিনিময় অব্যাহত রয়েছে হিজবুল্লাহর। নভেম্বরে হিজবুল্লাহ হাইফাতে নজরদারি ড্রোন পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন গোষ্ঠীটির প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ।

গত আট মাসে অধিকৃত অঞ্চলে সীমান্তের ওপারে নজরদারি ও আক্রমণ ড্রোন পাঠিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে কিছু ড্রোনকে আটকানো হয়েছে এবং গুলি করা হয়েছে, তবে কিছু তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।

মার্কিন দূত আমোস হোচস্টেইন বৈরুতে তার সফর শেষ করার মাত্র কয়েক ঘন্টা পরে সর্বশেষ ফুটেজটি প্রকাশ করা হয়েছিল, যা হোচস্টেইন এবং ইসরাইলি কর্তৃপক্ষ উভয়ের জন্য একটি অপমানজনক বার্তা বলে মনে করা হচ্ছে।

এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের একটি ঝাঁক দিয়ে নেভেজিভে ইসরাইলি সেনাবাহিনীর ৪১১তম ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল-লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে নিয়মিত গুলিবিনিময় করছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর চলমান এই সংঘর্ষ আলোচনার মাধ্যমে শেষ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।