আবারও গাজায় মানবিক সহায়তা শুরু করবে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
গাজার উপকূলে নির্মিত মার্কিন সামরিক বাহিনীর ভাসমান জেটি থেকে আবারও ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২০ জুন) জাহাজ থেকে পুনরায় মানসিক সহায়তা আনলোড করা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মার্কিন দুই কর্মকর্তা।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সমুদ্রের অবস্থা খারাপ থাকার কারণে গত শুক্রবার থেকে অস্থায়ীভাবে জেটি অন্যত্র সরিয়ে নেয়া হয়। বুধবার (১৯ জুন) এটি পুনরায় স্থাপন করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত এই ভাসমান জেটি থেকে গেল ১৭ মে মানবিক সহায়তা পৌঁছানোর কাজ শুরু হয়। জাতিসংঘ বলছে ১৩৭টি ট্রাকের মাধ্যমে মানবিক সহায়তা সরবরাহ করা হয়েছে।
খারাপ আবহাওয়া এবং নিরাপত্তা বিবেচনায় জেটিটি সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এজন্য কিছুদিন এই জেটি থেকে মানসিক সহায়তা পৌঁছানো কার্যক্রম বন্ধ ছিল।
চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় মানসিক সহায়তা পৌঁছানোর জন্য ভাসমান জেটি নির্মাণের কথা জানান। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষ ভয়াবহ প্ররিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রে ভাসমান এই জেটি গাজায় কতদিন মানবিক সহায়তা পৌঁছানোর জন্য কাজ করবে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র ও বিমানবাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রায়দার কবে এই ভাসমান জেটি বন্ধ হবে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ভাসমান জেটি থেকে গাজায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন মানবিক সহায়তা পৌঁছানো হয়েছে।