বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন বলেন, আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন দিল্লির আগ্রাসন মেনে নিতে পারবো না।
তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র নস্যাৎ করেছেন। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। বাজেটে গরিব মানুষ ট্যাক্স দেবে আর কোটি কোটি টাকা পাচারকারী ১৯ ভাগ ট্যাক্স দিয়ে তা বৈধ করবে, তা হতে পারে না।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার কিছু সংখ্যক আমলাকে ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত, তার প্রমাণ বেনজীর। জনগণ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াকে আর জেলে রাখতে পারবেন না।